মুম্বই: মুম্বইয়ের এলফিনস্টোনে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে শহরে রেলের ফুট ওভারব্রিজগুলির সংস্কারের জন্য নিজের সংসদ এলাকা উন্নয়ণ তহবিল থেকে ২ কোটি টাকা মঞ্জুর করলেন রাজ্যসভা সাংসদ সচিন তেন্ডুকলর। রেলমন্ত্রী পিযুষ গোয়েলকে লেখা চিঠিতে সচিন জানিয়েছেন, এই কাজের জন্য ২ কোটি টাকা বরাদ্দের অনুমোদন চেয়ে তিনি মুম্বই সাবার্বান ডিস্ট্রিক্ট কালেক্টরকে অনুরোধ করেছেন।


উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দিনের ব্যস্ত সময়ে ভারী বর্ষণ চলাকালে এলফিনস্টোন ও পারেল সাবআর্বান স্টেশনের মধ্যে সংযোগকারী সংকীর্ণ ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে ২৯ জনের মৃত্যু হয়।

সচিন বলেছেন, রেলের ফুটব্রিজগুলির সংস্কারের জন্য ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেলওয়েকে এক কোটি টাকা করে দেওয়া হবে। তিনি বলেছেন, এলফিনস্টোন স্টেশনের সাম্প্রতিক দুর্ঘটনা ছিল খুবই ভয়াবহ। মুম্বইকরদের জন্য পরিষেবার উন্নয়ণের জন্য তিনি ওই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন।