মুম্বই: মুম্বইয়ের এলফিনস্টোনে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে শহরে রেলের ফুট ওভারব্রিজগুলির সংস্কারের জন্য নিজের সংসদ এলাকা উন্নয়ণ তহবিল থেকে ২ কোটি টাকা মঞ্জুর করলেন রাজ্যসভা সাংসদ সচিন তেন্ডুকলর। রেলমন্ত্রী পিযুষ গোয়েলকে লেখা চিঠিতে সচিন জানিয়েছেন, এই কাজের জন্য ২ কোটি টাকা বরাদ্দের অনুমোদন চেয়ে তিনি মুম্বই সাবার্বান ডিস্ট্রিক্ট কালেক্টরকে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দিনের ব্যস্ত সময়ে ভারী বর্ষণ চলাকালে এলফিনস্টোন ও পারেল সাবআর্বান স্টেশনের মধ্যে সংযোগকারী সংকীর্ণ ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে ২৯ জনের মৃত্যু হয়।
সচিন বলেছেন, রেলের ফুটব্রিজগুলির সংস্কারের জন্য ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেলওয়েকে এক কোটি টাকা করে দেওয়া হবে। তিনি বলেছেন, এলফিনস্টোন স্টেশনের সাম্প্রতিক দুর্ঘটনা ছিল খুবই ভয়াবহ। মুম্বইকরদের জন্য পরিষেবার উন্নয়ণের জন্য তিনি ওই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন।
মুম্বইয়ে রেলের ফুট ওভারব্রিজ সংস্কারের জন্য সাংসদ তহবিল থেকে ২ কোটি টাকা সচিনের
ABP Ananda, web desk
Updated at:
23 Oct 2017 05:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -