নয়াদিল্লি: কাশ্মীরের একটি স্কুল তৈরির জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ৪০ লক্ষ টাকা অনুমোদন করলেন ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তিনি মুম্বইয়ের জেলাশাসক ও কালেক্টর দীপেন্দ্র সিংহ কুশওয়াকে চিঠি দিয়ে জানিয়েছেন, ২০০৭ সালে স্থাপিত হওয়া ইম্পিরিয়াল এডুকেশনাল ইনস্টিটিউট দ্রুগমুল্লা অর্থসাহায্যের আবেদন জানিয়েছে। এই আবেদন খতিয়ে দেখা উচিত। ১০টি ক্লাসরুম, চারটি পরীক্ষাগার, একটি প্রশাসনিক ভবন, ৬টি শৌচাগার ও একটি প্রার্থনা কেন্দ্র তৈরির জন্য অর্থসাহায্য চাওয়া হয়েছে। যদি সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের নিয়মানুযায়ী সাহায্য করা সম্ভব হয়, তাহলে এই চিঠি পাওয়ার ৭৫ দিনের মধ্যে আবেদন মঞ্জুর করা উচিত।


সচিন এর আগেও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রায় সাড়ে সাত কোটি টাকা সাহায্য করেছেন। দক্ষিণ মুম্বইয়ের একটি স্কুলের উন্নতির জন্যও অর্থসাহায্য করেছেন তিনি।