তিরুবনন্তরপুরম: কেরলে মদ, মাদকের নেশা ছাড়ানোর প্রচার অভিযানে তাঁর নাম ব্যবহার করতে বিজয়নের বাম সরকারের অনুরোধে সায় সচিন তেন্ডুলকরের।
বুধবার এখানে রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করেন মাস্টার ব্লাস্টার। তাঁর সঙ্গে ছিলেন কেরল ব্লাস্টার্স ফুটবল ক্লাবের বাকি তিন মালিকও। বৈঠকের পর বিজয়ন নিজেই বলেন, রাজ্যে মদ, মাদকের বিরুদ্ধে প্রচার জোরদার করতে নিজের নাম ব্যবহারের অনুমতি দিয়েছেন তেন্ডুলকর। তিনি এ ব্যাপারে সহায়তা দিতে রাজি হয়েছেন। তবে এখনই সচিনকে এই প্রচার অভিযানে রাজ্যের ‘দূত’ করার ব্যাপারে ভাবনাচিন্তা হয়নি, পরে আলোচনা হবে বলে জানিয়েছেন বিজয়ন।
প্রসঙ্গত, সচিন কেরলের ওই ফুটবল ক্লাবের অন্যতম মালিক। সচিনের ক্লাব নতুন ফুটবল প্রতিভাদের ঘষেমেজে তৈরি করতে একটি আবাসিক প্রশিক্ষণ অ্যাকাডেমি গড়বে বলেও জানান মুখ্যমন্ত্রী। সচিন বলেন, তাঁদের মূল উদ্দেশ্য আগামী ৫ বছরে রাজ্য থেকে আন্তর্জাতিক মানের ফুটবলার উপহার দেওয়া।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মদ-মাদক মোকাবিলায় কেরলের বাম সরকারের ডাকে সাড়া সচিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2016 08:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -