তিরুবনন্তপুরম: কেরল সরকারের উদ্যোগে মদ ও মাদক-বিরোধী অভিযানের দূত হচ্ছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। কেরলের আবগারি মন্ত্রী টিপি রামকৃষ্ণন বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর-পর্বে বলেছেন, রাজ্য সরকারের অনুরোধে মাদক-বিরোধী অভিযানের প্রধান মুখ হতে রাজি হয়েছেন সচিন। কেরলের স্কুলগুলিতে মাদক-বিরোধী ক্লাব গড়ে তোলা হচ্ছে। সেই প্রকল্পের সঙ্গেও সচিনকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।


এ বছরের জুন মাসে মাদক-বিরোধী অভিযানের বিষয়ে সচিনের সঙ্গে আলোচনা করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি সেই সময়ই জানিয়েছিলেন, সচিন এই উদ্যোগে শামিল হতে রাজি। এদিন আবগারি মন্ত্রী সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা করলেন।