হায়দরাবাদ: হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ফেটে গেল ইন্ডিগো সংস্থার একটি বিমান। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। বিমানটিতে ৭৩ জন যাত্রী এবং পাইলট ও কর্মী মিলিয়ে চারজন ছিলেন। তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, তিরুপতি থেকে বিমানটি হায়দরাবাদে আসছিল। রাত ১০টা নাগাদ বিমানটি অবতরণের সময় চাকা ফেটে যায়। যাত্রীদের মধ্যে একটি সদ্যোজাতও ছিল। এই ঘটনার জেরে রাত দুটো পর্যন্ত রানওয়ে বন্ধ রাখতে হয়। ফলে ৩১টি উড়ানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। এর জেরে সংশ্লিষ্ট উড়ানগুলিতে থাকা যাত্রীদেরও সমস্যায় পড়তে হয়।
যে বিমানের চাকা ফেটে যায়, সেটিতে ছিলেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস বিধায়ক আর কে রোজা। তিনি বলেছেন, ‘বিমানটির চাকা রানওয়ে ছোঁয়ার সময়ই আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। জানলা দিয়ে দেখতে পাই, কর্মীরা যন্ত্রপাতি নিয়ে বিমানের কাছে দাঁড়িয়ে আছেন। দরজা খোলার জন্য আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে ঈশ্বরের আশীর্বাদে সবাই নিরাপদ।’
হায়দরাবাদ বিমানবন্দরে ফেটে গেল বিমানের চাকা, ৭৭ জনকে নিরাপদে উদ্ধার
Web Desk, ABP Ananda
Updated at:
29 Mar 2018 08:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -