বস্তি (উত্তরপ্রদেশ): মাদার টেরেসাকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথের। প্রয়াত মাদার ভারতে খ্রিস্টীয়করণের ষড়যন্ত্রে সামিল ছিলেন, বললেন তিনি। গোরখপুরের এমপি নোবেল বিজয়ী মাদারকে নিয়ে শনিবার এহেন মন্তব্য করেছেন এখানে আয়োজিত রাম কথা অনুষ্ঠানে। বলেছেন, টেরেসা ছিলেন ভারতে খ্রিস্টধর্ম ছড়ানোর চক্রান্তের অংশ। দেশে খ্রিস্টধর্মে ধর্মান্তকরণের ফলেই অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড সহ উত্তর পূর্বাঞ্চলের নানা জায়গায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথা চাড়া দিয়েছে।


আদিত্যনাথ এও বলেন, উত্তর পূর্বের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। প্রকৃত পরিস্থিতি জানতে ওখানে যাওয়া উচিত আমাদের।

মাদার সম্পর্কে গেরুয়া শিবিরের এমন মন্তব্য নতুন কিছু নয়। মাদারের গরিব-সেবার আসল উদ্দেশ্য ওদের ধর্মান্তকরণ করিয়ে খ্রিস্টান করা, গত বছর বলেছিলেন খোদ সংঘ প্রধান মোহন ভাগবত।

এদিন আদিত্যনাথ অযোধ্যায় রাম মন্দির হওয়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন। বলেছেন, ওরা বাবরি মসজিদ করসেবকদের হাতে ধূলিস্যাত্ হওয়া যখন ঠেকাতে পারেনি, তখন মন্দির তৈরি আটকাবে কী করে!

কৈরানা ছেড়ে হিন্দুদের চলে যাওয়ার অভিযোগ নিয়ে সরব হন আদিত্যনাথ। বলেন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ছেড়ে হিন্দুরা চলে আসতে বাধ্য হয়। কিন্তু তখন কেউ অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলে না। এও বলেন, কৈরানা থেকে চলে যেতে হিন্দুরা বাধ্য হচ্ছে উত্তরপ্রদেশের নানা সময়ের সরকারের ছ্দ্ম-ধর্মনিরপেক্ষতা ও তোষণ নীতির জেরে। এর ফলে কৈরানায় হিন্দুর সংখ্যা এক সময়ের ৬৮ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে এসেছে বলে দাবি করেন তিনি।