আদিত্যনাথ এও বলেন, উত্তর পূর্বের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। প্রকৃত পরিস্থিতি জানতে ওখানে যাওয়া উচিত আমাদের।
মাদার সম্পর্কে গেরুয়া শিবিরের এমন মন্তব্য নতুন কিছু নয়। মাদারের গরিব-সেবার আসল উদ্দেশ্য ওদের ধর্মান্তকরণ করিয়ে খ্রিস্টান করা, গত বছর বলেছিলেন খোদ সংঘ প্রধান মোহন ভাগবত।
এদিন আদিত্যনাথ অযোধ্যায় রাম মন্দির হওয়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন। বলেছেন, ওরা বাবরি মসজিদ করসেবকদের হাতে ধূলিস্যাত্ হওয়া যখন ঠেকাতে পারেনি, তখন মন্দির তৈরি আটকাবে কী করে!
কৈরানা ছেড়ে হিন্দুদের চলে যাওয়ার অভিযোগ নিয়ে সরব হন আদিত্যনাথ। বলেন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ছেড়ে হিন্দুরা চলে আসতে বাধ্য হয়। কিন্তু তখন কেউ অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলে না। এও বলেন, কৈরানা থেকে চলে যেতে হিন্দুরা বাধ্য হচ্ছে উত্তরপ্রদেশের নানা সময়ের সরকারের ছ্দ্ম-ধর্মনিরপেক্ষতা ও তোষণ নীতির জেরে। এর ফলে কৈরানায় হিন্দুর সংখ্যা এক সময়ের ৬৮ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে এসেছে বলে দাবি করেন তিনি।