রমজান মাসের মধ্যেই জম্মু কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলা, ১ জওয়ান সহ শহিদ ২
ABP Ananda, Web Desk | 28 May 2018 08:06 AM (IST)
শ্রীনগর: রমজান মাসে সেনা অভিযান বন্ধ রাখলেও হামলা চালাল জঙ্গিরা। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনা ছাউনিতে গতকাল গভীর রাতে জঙ্গি হামলা হয়েছে। ঘুমন্ত জওয়ানদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে রাতের অন্ধকারে গায়েব হয়ে যায় জঙ্গিরা। এতে ১ জওয়ান শহিদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১ নাগরিক। প্রশাসন জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের কাকাপুরা এলাকায় ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে এই হামলা চলেছে। সেনাবাহিনী জঙ্গলে পালানো জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। জঙ্গি হামলায় গুরুতর জখম হন ১ জওয়ান ও বিলাল আহমেদ নামে ১ সাধারণ নাগরিক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনেরই মৃত্যু হয়। রমজান মাস উপলক্ষ্যে কেন্দ্র একতরফা সেনা অভিযান বন্ধ রাখার কথা ঘোষণা করার পর এই প্রথম সেনার ওপর জঙ্গি হামলা হল।