নয়াদিল্লি: জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করার জন্য এবার আফগানিস্তনের নিশানায় পাকিস্তান। তাদের দাবি, সময় এসেছে এই মর্মে ‘মৌলিক সিদ্ধান্ত’ নেওয়ার যে, কোনও দেশ সন্ত্রাসকে বিদেশ-নীতি হিসেবে ব্যবহার করতে পারবে না।
আফগান চিফ একজিকিউটিভ আবদুল্লা আবদুল্লা স্বীকার করেন, পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কে তীব্র চ্যালেঞ্জ রয়েছে। তিনি যোগ করেন, পাকিস্তানে যে সব জঙ্গি-নেওয়ার্ক রয়েছে, সেগুলি আফগানিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার, ইন্ডিয়ান কাউন্সিল ফর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অন্ধকার ও অশুভ শক্তি কখনই চিরস্থায়ী হতে পারে না। কিন্তু, তারা বাধা সৃষ্টি করতে পারে, মাথাব্যথার কারণ হতে পারে। এটাই জীবনের বাস্তব।
তিনি মনে করেন, একটা চিরস্থায়ী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সেখানে অঙ্গীকার করতে হবে যে, সন্ত্রাসকে কখনই বিদেশ-নীতির অঙ্গ হিসেবে ব্যবহার করা যাবে না। আবদুল্লা যোগ করেন, এটা মৌলিক সিদ্ধান্ত। শুধুমাত্র আঞ্চলিক নয়, বিশ্বব্যাপী তা প্রযোজ্য। তিনি জানান, সন্ত্রাসের সমস্যা সমাধানে বিশ্বকে এক হতে হবে।
পাকিস্তানকে আক্রমণ করার পাশাপাশি, আফগানিস্তানের উন্নয়নে ভারতের অবদানের ভূয়সী প্রশংসা করেন আবদুল্লা। স্বীকার করেন, আফগানিস্তানের পুনর্গঠন ও তার সহায়তায় ভারতের ভূমিকা অপরিসীম। এর ফলে লক্ষ লক্ষ আফগানবাসীর জীবনে প্রচুর প্রভাব পড়েছে।