হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের বাড়িতে এনআইএ তল্লাশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2017 12:50 PM (IST)
জম্মু: হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের কাশ্মীরের বাড়িতে তল্লাশি চালাল এনআইএ। আজ সকালে বুদগাম জেলার সোইবাগ এলাকায় সালাউদ্দিনের বাড়িতে হানা দেয় তারা। জানা গিয়েছে, সকাল ৭টায় শুরু হয় এই তল্লাশি। হিজবুল প্রধানের বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে এনআইএ। তদন্তকারী এই সংস্থা এখন কাশ্মীরী জঙ্গিদের সীমান্তের ওপার থেকে অর্থসাহায্য আসা নিয়ে তদন্ত চালাচ্ছে। তার অংশ হিসেবেই সালাউদ্দিনের বাড়িতেও তল্লাশি করে তারা। তাৎপর্যপূর্ণভাবে গতকালই সালাউদ্দিনের ছেলে সৈয়দ সাহিদ ইউসুফ স্বীকার করেছে, পাকিস্তানের মাটিতে ফুলেফেঁপে ওঠা এক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে তার। ২০১১-র একটি জঙ্গিদের অর্থসাহায্য মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে তাকে। এনআইএ জেরায় ইউসুফ স্বীকার করেছে, বাবা সালাউদ্দিনের নির্দেশে বিদেশে বসবাস করা হিজবুল জঙ্গিদের কাছ থেকে টাকা নিয়েছে সে। ওই টাকা দিয়ে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ আরও বাড়ানো তাদের উদ্দেশ্য ছিল।