গ্রেটার নয়ডা: নাশকতামূলক কার্যকলাপ নিয়ে নাম না করে ফের একবার পাকিস্তানকে বিঁধল ভারত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, নাশকতাকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এদিন নাম না করে পাকিস্তানকে ইঙ্গিত করে তিনি বলেন, সাহসীরা নয়, কাপুরুষরাই নাশকতাকে হাতিয়ার করে থাকে। যারা পিছন থেকে লড়াই করে, তারা সন্ত্রাসের মদত নেয়।
এদিন ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (আইটিবিপি)-র ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর শিবিরে এসেছিলেন রাজনাথ। তিনি দাবি করেন, আইটিবিপি-র সজাগ নজরদারির জন্য ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশ প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে যে অশান্তি চলছে, সেই নিয়ে বলতে গিয়ে রাজনাথ বলেন, প্রতিবেশী রাষ্ট্র সবসময় ভারতের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। অস্থিরতা তৈরি করে প্রতিনিয়ত ভারতকে ভাঙার প্রয়াস করছে।
তিনি জানান, বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ভারতের প্রগতি রোধ করতেই এই দুরভিসন্ধি চালাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কাপুরুষরাই নাশকতাকে হাতিয়ার করে, নাম না করে পাকিস্তানকে খোঁচা রাজনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2016 03:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -