বাদগাম:  জম্মু-কাশ্মীরের বাদগামে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম এক জঙ্গি। নিহত জঙ্গি মুজফ্ফর আহমেদ আল-বদর জঙ্গি সংগঠনের সদস্য। এর আগে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল ওই জঙ্গি। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে চিরুণি তল্লাশি।






শুক্রবার ভোর বেলা শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। আগে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত থাকলেও, এখন জম্মু-কাশ্মীরের আইএসআই পরিচালিত জঙ্গি সংগঠন আল-বদরের সঙ্গে যুক্ত ছিল ওই জঙ্গি। এই সংগঠনের মাথায় এখন রয়েছে জসনিল রিহাল।

সূত্রের খবর, আইএসআই মূলত এই সংগঠনকে সবরকম ভাবে সমর্থন করেছে স্বাধীন ভাবে কাশ্মীরে তাদের কার্যকলাপ চালিয়ে নিয়ে যেতে।

 



অন্যদিকে, সোপিয়ানে ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক শওকত গণির বাসভবনে হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও। হামলার সময় বাড়িতে ছিলেন না বিধায়ক।