নয়াদিল্লি: বারামুলায় সন্ত্রাসবাদী হামলায় জড়িত এক জঙ্গিকে খতম করল নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার সোমবার সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।


বিজয় কুমার আরও জানিয়েছেন যে, জঙ্গিদের সন্ধানে তল্লাশি এখনও চলছে। তিনি বলেছেন, নিহত জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে একটি একে ৪৭ বন্দুকও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সোমবার সকালে জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। বারামুলার হামলায় এলোপাথাড়ি গুলিতে শহিদ হয়েছেন তিন কর্তব্যরত নিরাপত্তারক্ষী। তাঁদের মধ্যে দু জন সিআরপিএফ কর্মী ও একজন জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মী। আধিকারিকরা জানিয়েছেন, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ক্রিরির চেক পোস্টে টহল দিচ্ছিল। তখনই তাদের উপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা।