শ্রীনগর: কোন গোষ্ঠী তা বিবেচ্য নয়। সব সন্ত্রাসবাদী-ই সমান। এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীর পুলিশ প্রধান।


সম্প্রতি, হিজবুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক ছেদ করে আল কায়দা-তে যোগ দেয় জাকির মুসা। তার মতে, কাশ্মীরে যে লড়াই চলছে, তা রাজনৈতিক। এর সঙ্গে ইসলামীয় সংগ্রাম বা সেখানে শরিয়া আইন বলবৎ করার কোনও সম্পর্ক নেই। এই প্রেক্ষিতে শুক্রবার, ডিজিপি এস পি বৈদ বলেন, যে সন্ত্রাসবাদী, সে সন্ত্রাসবাদী-ই। তা সে যে কোনও গোষ্ঠীর হোক না কেন। যে (দেশের বিরুদ্ধে) হাতে অস্ত্র তুলেছে, সেই আমাদের কাছে সন্ত্রাসবাদী।


প্রাক্তন হিজবুল কম্যান্ডার মুসাকে আল কায়দার কাশ্মীর ইউনিটের প্রধান হিসেবে চিহ্নিত করে কাশ্মীর পুলিশ। এরপরই, ইউনাইটেড জেহাদি কাউন্সিল (ইউজেসি) প্রধান সঈদ সালাউদ্দিন একটি ভিডিও বার্তায় দাবি করে, জম্মু ও কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন কোনও আন্তর্জাতিক বিষয়বস্তু নয়। সালাউদ্দিন জানিয়ে দেয়, কাশ্মীরে দয়েশ (আইসিস) বা আল কায়দার অথবা অন্য কোনও (আন্তর্জাতিক) গোষ্ঠীর কোনও প্রয়োজন বা সুযোগ নেই।


সালাউদ্দিনের এই ভিডিও–র প্রেক্ষিতে জঙ্গি গোষ্ঠীতে ভাঙন প্রসঙ্গে প্রশ্ন করা হলে এদিন বৈদ বলেন, সেটা ওদের বিষয়। ওরাই নিজেদের মধ্যে বুঝে নিক। তিনি যোগ করেন, কাশ্মীর উপত্যকা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। জঙ্গিরা এখন প্রায়ই নিরাপত্তাকর্মীদের পরিবারকে টার্গেট করছে। বৈদের মতে, জঙ্গিরা বিভ্রান্ত হয়ে এসব করছে।


জঙ্গি গোষ্ঠীগুলির আর্থিক জোগানের মাধ্যম ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে সম্প্রতি জোরকদমে তদন্ত শুরু করেছে এনআইএ। এই প্রেক্ষিতে বৈদ বলেন, রাজ্যের সবকটি নিরাপত্তা এজেন্সি এনআইএ-কে এই বিষয়ে সহায়তা করে চলেছে। এই বিষয়ে কোনও ভেদাভেদ নেই। সকলেই একযোগে কাজ করছে।