শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পাম্পোরে সরকারি ভবনে জঙ্গি হামলা। ভিতরে ২-৩ সন্দেহভাজন লুকিয়ে থাকার আশঙ্কা। চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই। গুলিতে জখম দুই সেনা জওয়ান।

পুলিশ সূত্রে খবর, শ্রীনগর থেকে ১৫ কিমি দূরে শ্রীনগর-জম্মু ন্যাশানাল হাইওয়ের ওপর ইডিআই বিল্ডিং ক্যাম্পাসের ওই ভবনে সকাল সাড়ে ৬ টা নাগাদ ঢোকে জঙ্গিরা। ঝিলম নদী দিয়ে নৌকায় করে এসেছিল তারা। সকালে ভবনের মধ্যে ধোঁয়া উঠতে দেখা যায়। পাওয়া যায় গুলির শব্দ।

গোটা চত্বর ঘিরে ফেলেছে পুলিশ ও সেনাবাহিনী। চলছে অভিযান। ৭ তলা ভবনটিতে মোট ঘরের সংখ্যা ৫০।
গত ফেব্রুয়ারি মাসে এই বিল্ডিংটিকেই টার্গেট করেছিল জঙ্গিরা। ৪৮ ঘণ্টা গুলির লড়াইয়ে খতম হয় ৩ জঙ্গি। মৃত্যু হয় ৩ আধাসামরিক জওয়ানের।