সিআরপিএফ ছাউনি দীর্ঘ সময় অবরোধ করে বড় ক্ষতি করার প্ল্যান ছিল জঙ্গিদের, জানালেন রাজনাথ
Web Desk, ABP Ananda | 05 Jun 2017 04:49 PM (IST)
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় সিআরপিএফ ছাউনিতে সোমবার ভোরে আত্মঘাতী হামলা চালানো জঙ্গিরা ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল, তাদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল, গ্রেনেডের পাশাপাশি পেট্রলের মতো পদার্থ ছিল, সেইসঙ্গে ছিল শুকনো খাবারদাবারও। অর্থাত্ ছাউনি দীর্ঘ সময় দখলে রেখে বড় রকমের ক্ষতি করার প্ল্যান ছিল ওদের। এক বিবৃতিতে এ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। চার সশস্ত্র ফিঁদায়ে সন্ত্রাসবাদী বান্দিপোরায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সুম্বল ক্যাম্পে ঢুকতে গিয়ে গুলির লড়াইয়ে খতম হওয়ার কয়েক ঘন্টা বাদে রাজনাথ জানান, তারের প্রাচীর কেটে, দ্বাররক্ষীকে গুলি করে ছাউনির ভিতরে ঢোকার চেষ্টা করেছিল ওরা। প্রহরীরা তত্পরতার সঙ্গে জবাব দিলে গুলির লড়াই চলে। দু ডজনের বেশি গ্রেনেড ছুঁড়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসবাদীরা। তবে জম্মু কাশ্মীর পুলিশ ছাউনির বাহিনীর সাহায্য নিয়ে চারজনকেই গুলিতে খতম করে সিআরপিএফ। রাজনাথ বলেন, জঙ্গিদের প্ল্যান বানচাল তো বটেই, তাদের খতম করে দৃষ্টান্তমূলক সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছেন সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানরা। নিহত সন্ত্রাসবাদীদের হেপাজত থেকে গ্রেনেড, বিস্ফোরক ও স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র মিলেছে বলেও জানান তিনি। এও বলেন, সারারাত জেগে সিআরপিএফ জওয়ানরা সতর্ক নজর রাখছেন, আবার জম্মু ও কাশ্মীর পুলিশ দ্রুত তাদের সাহায্য করতে ছুটে যাচ্ছেন, এটা দেখতে খুবই ভাল লাগে।