শ্রীনগর: কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন এক সেনা জওয়ান। তাঁর দেহ লাইন অফ কন্ট্রোলের কাছে নিয়ে গিয়ে অঙ্গচ্ছেদ করেছে জঙ্গিরা। সেনা সূত্রে এই খবর জানা গিয়েছে। সংঘর্ষে এক জঙ্গিরও মৃত্যু হয়েছে।


সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, শুক্রবার সন্ধ্যায় লাইন অফ কন্ট্রোলের কাছে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়। জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীর থেকে এসে হামলা চালিয়ে আবার ফিরে গিয়েছে। পাক সেনা সরাসরি তাদের সাহায্য করেছে। জঙ্গিরা যাতে সীমান্তের ওপারে নিরাপদে ফিরে যেতে পারে, তার জন্য কভারিং ফায়ার করছিল পাক সেনা। পাকিস্তানের সরকারি ও বেসরকারি সংগঠনগুলির কার্যকলাপ যে বর্বরোচিত, সেটা এই ঘটনা থেকেই স্পষ্ট। এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে গোটা বিষয়টি জানানো হয়েছে।