ওই হাসপাতালেই চিকিতসার জন্যে এক পাক জঙ্গিকে আনা হয়েছিল। মূলত তাকে উদ্ধারের লক্ষ্যেই এই গুলিবৃষ্টি। এই হামলার সময় ঘটনাস্থলে থেকে পালায় চিকিত্সা করতে আসা ওই পাক জঙ্গিও। ওই পাক জঙ্গি আবু হানজুল্লা ওরফে নভিদ জাটকে কয়েকমাস আগে শোপিয়ান থেকে গ্রেফতার করা হয়। শ্রীনগরের সেন্ট্রাল জেলে বন্দি ছিল ওই জঙ্গি। এদিকে হামলায় জখম দুই পুলিশকর্মীর মধ্যে মৃত এক, খবর পিটিআই সূত্রে। পরে জখম আরেক পুলিশকর্মীরও মৃত্যু হয়।
আজ ওই হাসপাতালে চিকিত্সার জন্যে ছজন বন্দিকে আনা হয়েছিল। প্রত্যেকেই শ্রীনগরের সেন্ট্রাল জেলের বন্দি। তাদের মধ্যে থেকেই একজন পুলিশের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।
হাসপাতাল চত্বর ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর হাসপাতালে ওই সময় ওই পাক জঙ্গিকে আনা হচ্ছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, সব বিষয়ই ওয়াকিবহাল ছিল জঙ্গিরা। পুরো হামলাটাই পূর্বপরিকল্পিত।