কাশ্মীরের বারামুলায় ৩ নিরীহ যুবককে গুলি করে মারল জঙ্গিরা
ABP Ananda, Web Desk | 01 May 2018 09:57 AM (IST)
শ্রীনগর: সেনার অ্যাকশনে দিশেহারা জঙ্গিরা এবার টার্গেট করেছে কাশ্মীরের নিরীহ জনতাকে। গতকাল রাতে উত্তর কাশ্মীরের বারামুলায় ৩ যুবককে গুলি করে মেরেছে তারা। মৃত ৩ জনের কারও বয়স ২০-র বেশি নয়। পুরনো বারামুলা এলাকার ইকবাল বাজারে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ৩ জনের ওপর ১৫ রাউন্ড গুলি চালায় লস্কর ই তৈবা জঙ্গিরা। মৃতরা কেউ কোনও রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না, না গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ ছিল। মৃতরা হলেন আসিফ আহমেদ শেখ, হাসিব আহমেদ খান ও মহম্মদ আসগর। অপরাধীদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। বিরোধী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা টুইট করে বলেছেন, সেনার গুলিতে কেউ মরলে বিচ্ছিন্নতাবাদীদের দুঃখের শেষ থাকে না। এখন তিনি দেখতে চান, তারা এবার এই ঘটনার প্রতিক্রিয়ায় কী বলে। [embed]https://twitter.com/OmarAbdullah/status/990992242117611520[/embed]