নয়াদিল্লি: শব্দদূষণের ছবিতে মসজিদ দেখানোকে ঘিরে আইসিএসই-র ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক ঘিরে বিতর্ক।


খবরে প্রকাশ,  সেলিনা প্রকাশকের ছাপানো বিজ্ঞানের ওই বইতে শব্দদূষণ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। অভিযোগ, সেখানে একটি ছবিতে দেখানো হয়েছে, মসজিদ হল শব্দদূষণের একটি উৎস।


এই ছবি ঘিরে তুমুল বিতর্ক হয়। বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর প্রতিবাদে সোচ্চার হন। এমনকী, বইটির সংস্করণ বাজার থেকে প্রত্যাহার করে একটি অনলাইন পিটিশনও করেছেন তাঁরা।


ফলস্বরূপ, সোশ্যাল মিডিয়াতে ক্ষমাপ্রার্থনা করেন বইটির প্রকাশক হেমন্ত গুপ্তা। বইটির পরবর্তী সংস্করণে ছবি পাল্টে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি বলেন, কারও ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি দুঃখিত।


অন্যদিকে, আইসিএসই-র তরফে জানানো হয়েছে, স্কুলের পাঠ্যবই বোর্ড না ছাপায়, না সুপারিশ করে। যদি কোনও বইতে বিতর্কিত বিষয়বস্তু মেলে, তাহলে তা প্রকাশক ও স্কুলের দায়িত্ব।


প্রসঙ্গত, এর আগে, গত এপ্রিল মাসে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক সোনু নিগম। তিনি বলেছিলেন, মসজিদ থেকে লাউদস্পিকারে আজানের আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়।