হায়দরাবাদ: কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয়ের সিংহের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়। দিগ্বিজয় তেলঙ্গানা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। তাঁর দাবি, মুসলিম তরুণদের আইএসে যোগ দিয়ে প্ররোচিত করছে তেলঙ্গানা পুলিশ। মুসলিম তরুণদের প্ররোচিত করতে জঙ্গি সংগঠন ‘ভুয়ো সাইট’ খুলেছে পুলিশ এবং তাদের আইএসে যোগ দিতে উস্কানি দিচ্ছে। দিগ্বিজয়ের এই অভিযোগকে ‘দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছে তেলঙ্গানার শাসক দল টিআরএস। তাদের দাবি, ওই মন্তব্য প্রত্যাহার করতে হবে কংগ্রেসের প্রবীণ নেতাকে, নাহলে বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে হবে।
দিগ্বিজয় তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে তেলঙ্গানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একাধিক ট্যুইট করেন। তিনি বলেন, ‘উস্কানিমূলক পোস্ট দিয়ে মুসলিম তরুণদের আইএসআইএস মডিউল হয়ে ওঠার জন্য তেলঙ্গানা পুলিশের কি এভাবে ফাঁদ পাতা উচিত?’
‘এটা কি ন্যায়সঙ্গত? নৈতিক? কেসিআর (রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও) কি মুসলিম তরুণদের ফাঁদে ফেলতে পুলিশকে ছাড়পত্র দিয়েছেন? এমনটা হলে দায় মাথায় নিয়ে তাঁর কি ইস্তফা দেওয়া উচিত নয়? এমনটা না হলে তাঁর কি উপযুক্ত তদন্ত করে এধরনের অপরাধে জড়িতদের শাস্তি প্রদান করা উচিত নয়?’
অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় দলের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতার এই মন্তব্যের কড়া নিন্দা করে তেলঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও বলেছেন, কংগ্রেসের হাইকম্যান্ড কি দিগ্বিজয়ের এই মন্তব্যের সঙ্গে সহমত?
তেলঙ্গানা পুলিশের ডিজি আনন্দ শর্মা বলেছেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ পুলিশ বাহিনীর মনোবলই দুর্বল করবে। তিনি বলেছেন, দেশবিরোধী শক্তিগুলির সঙ্গে যাঁরা লড়াই করছেন তাঁদের ভাবমূর্তিও এতে খাটো হবে।
মুসলিম তরুণদের ফাঁদে ফেলতে আইএসের ভুয়ো ওয়েবসাইট খুলেছে তেলঙ্গানা পুলিশ, দ্বিগ্বিজয়ের অভিযোগ ঘিরে বিতর্কের ঝড়
ABP Ananda, web desk
Updated at:
01 May 2017 09:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -