লখনউ: গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের সহারানপুর। শুক্রবার মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা ঘিরে ঠাকুরদের সঙ্গে দলিতদের সংঘর্ষের জেরে ২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। একজনের মৃত্যু হয়েছে। অন্তত ১৬ জন আহত হয়েছেন। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

পুলিশ সূত্রে খবর, সহারানপুরের শাব্বিরপুর গ্রামে বি আর অম্বেদকরের একটি মূর্তি বসানো নিয়ে তিন মাস ধরে ঝামেলা চলছে। তার জেরেই নতুন করে সংঘর্ষ হয়। শাব্বিরপুর গ্রামে দলিত সম্প্রদায়ের মানুষ বেশি বাস করেন। পাশের গ্রাম সিমলানাতে আবার ঠাকুরদের আধিপত্য। ঠাকুররাই দলিতদের উপর হামলা চালিয়েছে।



সহারানপুরের ডিআইজি জিতেন্দ্র কুমার সাহনি বলেছেন, সিমলানা গ্রামে মহারানা প্রতাপের মূর্তিতে মালা দিতে গিয়েছিলেন নিহত সুমিত রাজপুত। সেখানেই সংঘর্ষে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তাঁর শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। শ্বাসরুদ্ধ হয়েই মারা গিয়েছেন সুমিত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলিতদের বিরুদ্ধে বিনা অনুমতিতে মিছিলের অভিযোগ উঠেছে। সেই মিছিল যখন সিমলানা গ্রাম দিয়ে যাচ্ছিল, তখন ঠাকুররা জোরে মাইক বাজানোর প্রতিবাদ করেন। এরপরেই সংঘর্ষ শুরু হয়। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।