সম্প্রতি ৪০ সদস্যের গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা ১৭টি আসন পেয়ে বৃহত্তম দল হিসাবে উঠে এলেও অন্য কয়েকটি ছোট দলের সমর্থন জোগাড় করে সংখ্যার জোরে সরকার গড়ে ফেলে ১৩ আসন পাওয়া বিজেপি।
গতকাল এ ব্যাপারে মুখ্যমন্ত্রী পর্রীকর বিদ্রূপের সুরে বলেন, দিগ্বিজয় সিংহকে ধন্যবাদ দিতে চাই। উনি গোয়ায় এদিকওদিক ঘুরে বেড়াচ্ছিলেন, আর আমি সরকার গড়ে ফেললাম! প্রসঙ্গত, গোয়া কংগ্রেসের ভার দিগ্বিজয়ের হাতেই।
শনিবারই পর্রীকরের কটাক্ষ ফিরিয়ে তিনি বলেন, মাননীয় পর্রীকর, ধিক, আপনাকে, আপনার ক্ষমতার লোভকে। গোয়ার মানুষকে প্রতারণা করেছেন আপনারা। ওদের কাছে ক্ষমা চান।
এআইসিসি সদস্য দিগ্বিজয় পরপর বেশ কয়েকটি ট্যুইটে গোয়ায় বিজেপির ক্ষমতা দখলের পিছনে 'আগ্রাসী ঢঙে এমএলএ কেনাবেচা'র অভিযোগ তোলেন। বলেন, মনোহর পর্রীকর গোয়ায় তাঁকে সরকার তৈরির রাস্তা ছেড়ে দেওয়ায় ধন্যবাদ দিয়েছেন। কাউকে ধন্যবাদ দিতে হলে উনি দিন নিতিন গডকরীকে যিনি ১২ মার্চ সকাল থেকে গোয়ার হোটেলে বসে আগ্রাসী কায়দায় এমএলএ কিনেছেন। আর সঙ্গে ছিলেন গোয়ার রাজ্যপাল, যিনি সংবিধান, সারকারিয়া কমিশনের গাইডলাইন, সুপ্রিম কোর্ট-সবাইকে উড়িয়ে গোয়ার মানুষের রায় চুরি করেছেন।