লখনউ: উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুরে উপনির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে জয় পেয়ে উচ্ছ্বসিত প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর দাবি, ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে যদি মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করতেন, তাহলে হয়তো বিজেপি ক্ষমতায় আসতেই পারত না। এই জয়ের জন্য মায়াবতীকে ধন্যবাদও জানিয়েছেন অখিলেশ। তিনি বসপা নেত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। বিজেপি-কে তীব্র আক্রমণ করে অখিলেশ বলেছেন, ‘বিজেপি-র বিরুদ্ধে একজোট হয়েছে মানুষ। বিজেপি-র অপশাসনের জবাব দিয়েছে মানুষ। গোরক্ষপুর ও ফুলপুরে ইভিএম নিয়ে বহু অভিযোগ এসেছে। ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হলে বিজেপি লক্ষাধিক ভোটে হারত।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অখিলেশের তোপ, ‘বিধানসভায় তিনি বলেছেন, আমি হিন্দু, ইদ পালন করি না। বিধানসভাতেই এনকাউন্টারে খুনের কথা স্বীকার করেছেন। আমার মনে হত আমরা পিছিয়ে পড়া শ্রেণির। তবে ওঁরা আমাদের জোটকে ইঁদুর ও সাপের বন্ধুত্ব বলেছেন। সরকার মানুষকে আঘাত করেছে। তাই যখন সময় এসেছে, মানুষ তাঁদের শিক্ষা দিয়েছেন। এই রায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। অচ্ছে দিন না এলেও, অন্তত মানুষ একজোট হয়েছেন। মানুষকে ভুল স্বপ্ন দেখানো হয়েছিল। একটিও প্রতিশ্রুতি পালন করা হয়নি। এটা তারই ফল। নিজেদের কৃতকর্মের জন্যই বুরে দিন দেখতে হচ্ছে বিজেপি-কে।’