নয়াদিল্লি:  ফোন হারিয়ে ফেলেছিলেন এক তরুণী। ফেসবুকের সৌজন্যে সেই ফোন ফিরেও পেলেন ওই তরুণী, সঙ্গে ধরা পড়ল চোরও।

প্রিয়ঙ্কা আরোরার মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়েছিল দুটি ছেলে। ঘটনাটি ঘটেছিল গত ২৭ মার্চ, দিল্লির সহদারা এলাকায় যখন প্রিয়ঙ্কা পূর্ব কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। যদিও ঘটনার পরই লোক দুটির পিছু নেন প্রিয়ঙ্কা। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। সেই সময়ই এক পথচলতি ব্যক্তির থেকে ফোন নিয়ে একটি পিসিআর কল করতে যান প্রিয়ঙ্কা, কিন্তু তখনও ভাগ্য তাঁর সঙ্গ দেয় না। একটা কুকুর এসে আচমকা প্রিয়ঙ্কার পায়ে কামড় বসায়। সেই অবস্থায় পুলিশেও অভিযোগ দায়ের করতে পারেন না প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কা কার্যত তাঁর ফোনটি ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। এরপরই হঠাত্ তিনি লক্ষ্য করেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছেন।প্রিয়ঙ্কা পুলিশের দ্বারস্থ হন।

প্রিয়ঙ্কা দেখেন, তাঁর অ্যাকাউন্টে কেউ ছবি আপলোড করেছেন এবং অন্য নম্বর থেকে ওই অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা চলছে। এরপর সেই অচেনা নম্বর ট্র্যাক করেই পুলিশ মূল অভিযুক্তকে ধরে ফেলে। প্রসঙ্গত, দুই মোবাইল ছিনতাইকারীই নাবালক। তারা তাদের মাকে ফোনটি দিয়েছিল ব্যবহারের জন্যে। ছেলে দুটির মা অন্য নম্বর ব্যবহার করে মেয়েটির ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি আপলোড করে ও সেটিংস বদলে দেয়। মোবাইল চুরির অভিযোগে ওই নাবালককে তার মা সহ গ্রেফতার করা হয়েছে। ছেলেটির অপর ভাইয়ের খোঁজ চলছে। সেও নাবালক।