নয়াদিল্লি: ২০১২-র ১৬ ডিসেম্বরে চলন্ত গাড়িতে নির্ভয়ার গণধর্ষণের ঘটনা ঘিরে সারা দেশেই প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই নির্ভয়ার ভাই একটি বেসরকারি বিমান পরিবহণ সংস্থার পাইলট হলেন। ছেলের এই সাফল্যের জন্য কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধীকে ধন্যবাদ জানিয়েছেন নির্ভয়ার বাবা।
এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে গিয়ে নির্ভয়ার বাবা জানিয়েছেন, ‘রাহুল গাঁধীর সাহায্যে আমার ছেলে পাইলট হতে পেরেছে। ছেলেকে কেরিয়ার নিয়ে পরামর্শ দেওয়া থেকে শুরু করে উত্সাহও জুগিয়েছেন রাহুল’।
নির্ভয়ার গণধর্ষণের ঘটনায় সমস্ত অভিযুক্তকেই গ্রেফতার করা হয়। এরমধ্যে এই অভিযুক্তর জেলেই মৃত্যু হয়। বাকি অভিযুক্তদের আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। দোষী নাবালক অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছিল।
নির্ভয়ার মৃত্যুর সময় তাঁর ভাই দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। প্রথমে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু ১৬ ডিসেম্বরের ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। নির্ভয়ার বাবা জানিয়েছেন, ওই চরম সংকটের সময় রাহুল গাঁধী তাঁর ছেলের পাশে দাঁড়ান। ছেলেকে জীবনে এগিয়ে চলার পরামর্শ দেন এবং স্কুলের পড়া শেষ করার পর পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
২০১৩-তে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস হওয়ার পর নির্ভয়ার ভাই সনিয়া গাঁধীর সংসদীয় কেন্দ্র রায়বরেলির ইন্দিরা গাঁধী জাতীয় উড়ান একাডেমিতে ভর্তি হন।
রায়বরেলিতে যাওয়ার সময় নির্ভয়ার ভাই ভারতীয় বায়ুসেনার নিয়োগ পরীক্ষায় বসার প্রস্তুতি নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু কোর্সে ভর্তি হওয়ার পর তিনি দেখেন, এটা খুবই কঠিন। দুটি পড়াশোনা সমান্তরালভাবে চালিয়ে যাওয়া সম্ভব ছিল না।
নির্ভয়ার আর এক ভাই পুনেতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন।
নির্ভয়ার ভাই পাইলট হলেন, ছেলের সাফল্যের জন্য রাহুল গাঁধীকে ধন্যবাদ বাবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2017 02:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -