তিরুঅনন্তপুরম: রাহুল গাঁধী নন, আগামী লোকসভা ভোটে শশী থারুরকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করুক কংগ্রেস। এই দাবিতে প্রচার শুরু করেছেন কেরলের তিরুঅনন্তপুরমের এক বাসিন্দা।
একের পর এক বিধানসভা ভোটে কংগ্রেসের শোচনীয় ফলের পর রাহুল গাঁধীর নেতৃত্ব এমনিতেই প্রশ্নের মুখে। দলের বড় অংশ মনে করে, নরেন্দ্র মোদীর মোকাবিলা করে উঠতে রাহুল যথেষ্ট যোগ্য নন, তাঁর জায়গায় আসুন অন্য কেউ। সেই সময় এই প্রচার সংবাদমাধ্যমের নজর কেড়ে নিয়েছে।
পল ত্রিবান্দ্রম নামে একজন অনলাইন পিটিশন সাইট চেঞ্জ ডট ইনে শুরু করেছেন এই ক্যাম্পেন। এতে উদ্দেশ্য করা হয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রেসিডেন্টকে। বলা হয়েছে, দেশ এমন বিরোধী দল চায়, যারা মানুষের স্বার্থের কথা বলবে, নেতৃত্বে থাকবেন কোনও দূরদর্শী ব্যক্তি। শশী থারুর ৩০ বছরের বেশি রাষ্ট্রসঙ্ঘে কাজ করেছেন, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব পদের দাবিদারও ছিলেন। তিরুবনন্তপুরমের ২বারের সাংসদ তিনি। পাশাপাশি লেখকও। প্রধানমন্ত্রী পদে তাঁর থেকে যোগ্য প্রার্থী আর কে হতে পারে।
রবিবার শুরু হয়েছে এই পিটিশন। ৭,০০০-এর কাছাকাছি স্বাক্ষর ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছে।
‘প্রধানমন্ত্রী পদে চাই শশী থারুরকে’ কেরলে শুরু হল ক্যাম্পেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2017 12:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -