নয়াদিল্লি: নোট বাতিলের বিরুদ্ধে সংসদ অচল করে প্রতিবাদ, বিক্ষোভে সায় নেই শশী তারুরের। কংগ্রেস এমপি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, হাঙ্গামা করে সংসদ ভেস্তে দেওয়ার জন্য মানুষ আমায় ভোট দিয়ে পাঠিয়েছেন বলে মনে হয় না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে এ দেশের রাজনৈতিক সংস্কৃতি এটাই। তবে এ ব্যাপারে আমার মত বদলায়নি। আমার দলও সেটা জানে। সংসদে আলোচনা, বিতর্ক হওয়া উচিত, গন্ডগোল নয়। সভা অচল করে রাখলে যাতে দোষী সাংসদদের সদস্যপদ খারিজ হয়ে যায়, সেজন্য সব দলের ঐকমত্য থাকা উচিত বলে অভিমত তারুরের।
নোট বাতিলের ইস্যুতে বিরোধীদের দিকেই সংসদ ভেস্তে দেওয়ার অভিযোগে আঙুল উঠেছে। ভিন্ন সুরে কথা বললেও তারুর অবশ্য বিজেপিও বিরোধী আসনে থাকার সময় সভা অচল করে রাখত বলে দাবি করেছেন, কটাক্ষ করে বলেছেন, এখন দেখছি, ওরাই সংসদীয় রীতিনীতির বড় পৃষ্ঠপোষক। সংসদ অচল করে রাখা একটা বাজে আবহাওয়া তৈরি করেছে।
অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি ইস্যুতে মনমোহন সিংহ নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দিকে আঙুল উঠলেও তারুর পাল্টা বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অন্যায় করেছেন, কেউ এটা বিশ্বাস করবে না। মনমোহন সিংহ আর্থিক ইস্যুতে ন্যায়ের পথে হেঁটেছেন, তিনি কোনও আর্থিক কেলেঙ্কারি করেছেন বলে আমার বিশ্বাস হয় না।