নয়াদিল্লি: আজান বিতর্কে সোনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করা কলকাতার মৌলবী সৈয়দ শাহ অতেফ আলি আল কাদরিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে এন্টালি থানায় অভিযোগ করেছেন তিনি। অভিযোগ করেছেন পুলিশ কমিশনার রাজীব কুমারের কাছেও।


সোনু নিগম টুইট করেছিলেন, আজানের লাউডস্পিকারের শব্দে তাঁর ভোরের ঘুমের ব্যাঘাত হচ্ছে। এতে ওই মৌলবী ফতোয়া দেন, কেউ সোনুর মাথা কামিয়ে ফেললে তাকে ১০লাখ টাকা পুরস্কার দেবেন তিনি।



সেই সৈয়দ শাহর অভিযোগ, এবার তাঁকেই খুনের হুমকি দেওয়া হয়েছে। মোবাইলে নাকি মেসেজ এসেছে, যদি উনি সোনুর বিরুদ্ধে একটা কথাও বলেন, তাহলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে। মেসেজে রয়েছে, দেশের গর্ব সোনু নিগমের বিরুদ্ধে মুখ খোলার সাহস হল কী করে। তোকে ও তোর পরিবারকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেব।

রীতিমত ভীত মৌলবী পুলিশে অভিযোগ করেছেন, গিয়েছেন কমিশনারের কাছেও। যদিও মুখে বলছেন, ফোন কলে তিনি ভয় পান না, দেশের জন্য প্রাণ দিতে পারেন। সোনুকে যাঁরা সমর্থন করছেন, তাঁরাই দেশদ্রোহী।