নয়াদিল্লি: ফের চুরি হল নোবেল পুরস্কারের মেডেল। তবে এবার আসল নয়, প্রতিরূপটি চুরি করেছে দুষ্কৃতীরা। শান্তির জন্য নোবেল জয়ী কৈলাস সত্যার্থীর বাড়ি থেকে তাঁর পুরস্কারের রেপ্লিকা বা প্রতিরূপ চুরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে দিল্লির কালকাজি থানার পুলিশ।
শিশু অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করা সত্যার্থী ২০১৪-য় শান্তির জন্য নোবেল পুরস্কার পান। মঙ্গলবার ভোরে নয়াদিল্লির গ্রেটার কৈলাসের আরাবল্লী অ্যাপার্টমেন্টে তাঁর ফ্ল্যাটে ঢুকে নোবেলের পদকের প্রতিরূপ সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। সত্যার্থী এই মুহূর্তে আমেরিকায়।
প্রোটোকল অনুযায়ী সত্যার্থীর পাওয়া আসল পদকটি রাষ্ট্রপতি ভবনে রয়েছে। প্রতিরূপটি ছিল তাঁর কাছে। দুষ্কৃতীরা সম্ভবত আসল ভেবেই চুরি করেছে সেটি।
চোরের সন্ধানে জরুরি ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সব কাগজ কুড়ানি ও ছিঁচকে অপরাধীদের আটক করা হয়েছে। ফরেনসিক বিভাগ আঙুলের চাপ সহ অন্যান্য প্রমাণ জোগাড় করেছে সত্যার্থীর ফ্ল্যাট থেকে।
এর আগে ২০০৪ সালে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের পদক চুরি যায়। সেটির এখনও খোঁজ মেলেনি।
কৈলাস সত্যার্থীর নোবেল পুরস্কারের প্রতিরূপ চুরি
ABP Ananda, Web Desk
Updated at:
07 Feb 2017 11:30 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -