নয়াদিল্লিঃ সব জঙ্গিই সমান। তাদের মধ্যে কোনও পার্থক্য নেই। তাই জঙ্গিদের ক্ষেত্রে পৃথক নীতি থাকতে পারে না। জঙ্গিদের ক্ষেত্রে ভেদাভেদ করা যায় না। চিনের বাধায় পাঠানকোটে জঙ্গি হামলার মাথা মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘে জঙ্গি ঘোষণার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতেই এই বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর।
গতকালই পাঁচদিনের চিন সফরের পর দেশে ফিরেছেন প্রতিরক্ষামন্ত্রী। আজ তিনি বলেছেন, ‘আমি চিনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, জঙ্গিদের ক্ষেত্রে বিভেদ চলতে পারে না। সব জঙ্গি সমান, তাই তাদের ক্ষেত্রে সম নীতি প্রযোজ্য। রাষ্ট্রসংঘে চিন যে ইস্যুতে আমাদের বিরোধিতা করেছে, সেক্ষেত্রেও সম নীতি প্রয়োগ করা উচিত ছিল।’
মাসুদ আজহার ইস্যু ছাড়াও চিন সফরে পাক অধিকৃত কাশ্মীরে লালফৌজের উপস্থিতি, সীমান্ত সমস্যা, দু দেশের ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস-এর মধ্যে হটলাইন চালু করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও আলোচনা করেছেন পর্রিকর। এই সফরের সবচেয়ে ইতিবাচক দিক হল, দু দেশই ‘অনভিপ্রেত ও অনিচ্ছাকৃত’ ঘটনা এড়ানোর জন্য সশস্ত্রবাহিনীর মধ্যে আলোচনা, যোগাযোগ বাড়াতে রাজি হয়েছে। ২০০৬-এর মে মাসে ভারত-চিনের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বাক্ষরিত হওয়া মউ-এর উন্নত সংস্করণ চূড়ান্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জঙ্গিদের ক্ষেত্রে ভেদাভেদ চলবে না, চিনকে কড়া বার্তা ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2016 10:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -