নয়াদিল্লি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করলেন মার্কিন প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিস। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দুনিয়ার কোথাও সন্ত্রাসবাদীদের নিরাপদ ঠাঁই হতে পারে না।


অন্যদিকে, নির্মলা জানান, ম্যাটিসের সঙ্গে তাঁর প্রতিবেশী দেশগুলির সাম্প্রতিক পরিস্থিতি ও ভারতে সীমান্তের ওপার থেকে চালানো সন্ত্রাসবাদী হামলা নিয়েও বিস্তারিত কথা হয়েছে। ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্ক সাম্প্রতিককালে বেড়েছে এবং তা দুটি দেশের কৌশলগত বোঝাপড়ার মূল ভিত্তি হয়েছে।


কেন্দ্রীয় সূত্রে খবর, নির্মলার সঙ্গে এদিন যুদ্ধবিমান ও নজরদারি ড্রোন কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ম্যাটিস। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্যের ওপর রাশ টানতে সহমতে পৌঁছয় দুই দেশ। গত এক দশকে আমেরিকা থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরাস্ত্র কিনেছে ভারত।



জানা গিয়েছে, সামরিক কেনাবেচা সংক্রান্ত আলোচনার তালিকার শীর্ষে ছিল ভারতীয় নৌসেনার জন্য ২২টি সি গার্ডিয়ান ড্রোন। গত জুন মাসে ভারতকে এই ড্রোন বিক্রি করতে সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসন।


পাশাপাশি, ৯০টি অস্ত্রবহনে সক্ষম অ্যাভেঞ্জার প্রিডেটর ড্রোন কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা। তবে এর জন্য হোয়াইট হাউস ও মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। সেই নিয়ে আলোচনা হয়েছে।


এছাড়া, এদেশে এফ-১৬ যুদ্ধবিমান তৈরি করার কারখানা তৈরির বিষয়ে মার্কিন সংস্থা লকহিদ মার্টিনের প্রস্তাব নিয়েও আলোচনা হয় সীতারামন ও ম্যাটিসের মধ্যে। ১০০টি যুদ্ধবিমানের বরাতের জন্য বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে আবেদন চেয়ে পাঠিয়েছে ভারতীয় নৌসেনা।