অমিত শাহের চেয়ে বড় ‘কসাব’ হয় না, পাল্টা মায়াবতী
Web Desk, ABP Ananda | 23 Feb 2017 06:29 PM (IST)
অম্বেদকরনগর: সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেসকে একযোগে ‘কসাব’ বলে আক্রমণ করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আজ এর পাল্টা জবাব দিলেন বসপা সভানেত্রী মায়াবতী। তাঁর কটাক্ষ, ‘এখন আমাদের দেশে অমিত শাহের চেয়ে বড় কসাব, মানে সন্ত্রাসবাদী হয় না।’ গতকালই বিজেপি সভাপতি উত্তরপ্রদেশে তিন বিরোধী দলকে একযোগে আক্রমণ করেন। তিনি দাবি করেন, এই ‘কসাব’-এর হাত থেকে মুক্তি না পেলে উত্তরপ্রদেশের উন্নতি হবে না। এরই জবাব দিলেন মায়াবতী। এর আগে সপা, বসপা, কংগ্রেসকে একসঙ্গে ‘স্ক্যাম’ বলে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বসপা-কে ‘বহেনজি সম্পত্তি পার্টি’ বলেও কটাক্ষ করেন। তার পাল্টা জবাব দিয়েছিলেন মায়াবতী। এবার তিনি অমিত শাহকে পাল্টা আক্রমণ করলেন।