কলকাতা: গতকাল নজিরবিহীনভাবে সাংবাদিক বৈঠক করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করা চার বিচারপতির অন্যতম রঞ্জন বিচারপতি গগৈ ও বিচারপতি ক্যুরিয়েন জোশেফ আজ বললেন, কোনও সঙ্কট নেই। যা সমস্যা আছে, সেটা মিটিয়ে নেওয়া হবে।

বিচারপতি গগৈ আজ কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘কোনও সঙ্কট নেই।’ এরপর যখন প্রশ্ন করা হয়, তাঁরা সাংবাদিক বৈঠক করে শৃঙ্খলাভঙ্গ করেছেন কি না, বিচারপতি গগৈ বলেন, ‘লখনউয়ের বিমান ধরতে হবে। কথা বলতে পারব না।’

গতকালের সাংবাদিক বৈঠকে থাকা অপর এক বিচারপতি জোশেফও আজ বলেছেন, ‘সুপ্রিম কোর্টের কর্মপদ্ধতি নিয়ে কিছু সমস্যা আছে। সেটা সংশোধন করতে হবে। তবে কোনও সাংবিধানিক সঙ্কট নেই। দু’মাস আগে প্রধান বিচারপতি মিশ্রকে যে চিঠি পাঠিয়েছিলাম আমরা, গতকাল সেটা প্রকাশ করা হয়েছে। সেই চিঠিতেই সব লেখা আছে।’ তাঁদের প্রকাশ্যে প্রধান বিচারপতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা উচিত হয়েছে কি না, এই প্রশ্নের জবাবে বিচারপতি ক্যুরিয়েন বলেছেন, ‘যে কোনও সমস্যার দু’টি আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। আমাদের যেটা বলার ছিল, সেটা চিঠিতেই লেখা আছে।’



আজ সকালে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন মিশ্র বলেন, সুপ্রিম কোর্টের চার বিচারপতি সাংবাদিক বৈঠক করা দুর্ভাগ্যজনক। আজ সন্ধেয় বার কাউন্সিলের সদস্যদের বৈঠকের পর একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতি ও গতকাল সাংবাদিক বৈঠক করা চার বিচারপতির সঙ্গে দেখা করবে।