লখনউ: তিন তালাক ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি-র বিরোধিতায় সরব হলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। তাঁর দাবি, ‘মুসলিমদের ব্যক্তিগত আইনের বিষয়ে হস্তক্ষেপ চলবে না। মুসলিম মহিলারা তাঁদের অধিকারের বিষয়ে সচেতন। তাঁরা নিজেদের লড়াই লড়তে পারেন। নির্বাচন এগিয়ে আসতেই বিজেপি ফের তিন তালাক ও রাম মন্দিরের পুরনো রাগ গাইতে শুরু করেছে। হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষই তাঁদের এই গিমিক বুঝতে পারছেন।’


তিন তালাক প্রথা নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে বিতর্ক চলছে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর বাড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মায়াবতীও এ বিষয়ে মুখ খুললেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এক ধর্মের মানুষের অন্য ধর্মের বিষয়ে নাক গলানো উচিত নয়। সবাইকে নিজের ধর্ম পালন করতে দেওয়া উচিত। তিন তালাকের বিষয়ে ঐকমত্য প্রয়োজন। মুসলিম মহিলারা সব বিষয়ে ওয়াকিবহাল। তাঁরা নিজেদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন।’

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক দল সমাজবাদী পার্টির পারিবারিক লড়াই মায়াবতীকে ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী করে তুলেছে। এই নির্বাচনে বিজেপি-ও সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে তৈরি। সেই কারণেই বিজেপি-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন মায়াবতী। সমাজবাদী পার্টির দ্বন্দ্বের বিষয়ে তিনি বলেছেন, ‘অখিলেশ ও মুলয়ামের আলাদা শিবির রয়েছে। মুলায়মই অখিলেশকে মুখ্যমন্ত্রী করেছেন। আর এখন অখিলেশ তাঁর বাবাকেও গ্রাহ্য করছেন না। তিনি আলাদা দল গড়লে মুসলিমদের কাছে স্পষ্ট বার্তা যাবে। তাঁরা বিজেপি-কে হারাতে পারে এমন দলকেই ভোট দেবেন। আর সেই দল হল একমাত্র বসপা।’

উত্তরপ্রদেশের নির্বাচনের আগে মুলায়ম কংগ্রেস সহ একাধিক দলের সঙ্গে জোটের কথা বলে কার্যত হার স্বীকার করে নিয়েছেন বলে কটাক্ষ করেছেন মায়াবতী। তাঁর দাবি, বসপা এই নির্বাচনে কোনও দলের সঙ্গে জোটের পথে হাঁটবে না। তাঁরা একা লড়াই করবেন।