নয়াদিল্লি: আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে প্রতিরক্ষামন্ত্রী কে হবেন সেটা নিয়েই সবচেয়ে বেশি জল্পনা চলছে। রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে বিজেপি সহ-সভাপতি ওম মাথুর ও নরেন্দ্র তোমরের নাম নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনাথ সিংহ, অরুণ জেটলি, সুষমা স্বরাজ ও নিতিন গড়করির মত জানতে চেয়েছেন।

মনোহর পর্রীকর গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই অর্থ মন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকও সামলাচ্ছেন জেটলি। তবে এবার অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু কাকে প্রতিরক্ষামন্ত্রী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় প্রধানমন্ত্রী।

সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনার ফলে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন প্রভু। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগের ইচ্ছাপ্রকাশও করেন। তবে প্রধানমন্ত্রী তাঁকে অপেক্ষা করতে বলেন বলে নিজেই জানান প্রভু। এবার হয়তো তাঁর মন্ত্রক বদল হতে পারে।