নয়াদিল্লি: গুজরাতে আর কিছুদিন পরেই বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। বিজেপি ও কংগ্রেস জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে। একদিকে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী সহ দলীয় নেতারা, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা প্রচার করছেন। এবার বলিউড তারকারাও দু’দলের হয়ে প্রচার করবেন বলে জানা গিয়েছে। বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর, বড়পর্দার পাশাপাশি ছোটপর্দার তারকারাও প্রচারে থাকবেন।
বিজেপি সূত্রে খবর, দলের হয়ে প্রচারে যোগ দেবেন বলিউড তারকা সলমন খান। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সুসম্পর্কের কথা কারও অজানা নয়। এর আগে দু’জনকে একসঙ্গে গুজরাতে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছিল। এবার বিজেপি-র প্রচারেও থাকবেন সলমন।
বলিউডের অপর এক তারকা অক্ষয় কুমারও গুজরাতে বিজেপি-র হয়ে প্রচার করবেন বলে খবর। সম্প্রতি একাধিক জাতীয়তাবাদী ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। তিনি সীমান্তে সামরিক উত্তেজনা সহ বিভিন্ন বিষয়ে সরকারকে সমর্থন করেছেন। স্বচ্ছ ভারত অভিযানেও যোগ দিয়েছেন অক্ষয়। এ বিষয়ে প্রচার করার জন্য টয়লেট এক প্রেম কথা ছবিতেও অভিনয় করেছেন অক্ষয়।
বিজেপি সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়াল, অনুপম খের, অজয় দেবগণ, বিজেপি সাংসদ হেমা মালিনী, মনোজ তিওয়ারিও গুজরাতে বিজেপি-র হয়ে প্রচারে যোগ দিতে পারেন।
তারকাদের প্রচারে আনার ক্ষেত্রে কংগ্রেসও পিছিয়ে নেই। বলিউড তারকাদের মধ্যে রাজ বব্বর, নাগমা, রীতেশ দেশমুখ, নভজ্যোত সিংহ সিধু, মহিমা চৌধুরী প্রচারে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।
দেখুন, গুজরাতে বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের হয়ে প্রচার করবেন এই বলিউড তারকারা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Nov 2017 05:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -