- রিলায়েন্সের যেকোনও ডিজিটাল মিনি স্টোরে যান
- সঙ্গে বাড়ির ঠিকানার সঠিক প্রমাণপত্র যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন।
- রিলায়েন্স জিও-র সিম নিতে গেলে সঙ্গে রাখবেন সচিত্র পরিচয়পত্র যেমন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড।
- একটা কথা মাথায় রাখবেন আধার যদি অন্য রাজ্যের হয়, তাহলে সাধারণ অ্যাক্টিভেশন প্রসেসের মাধ্যমে যেতে হবে। যারজন্যে কিছু সময় লাগলেও লাগতে পারে।
- সিম নিতে গেলে লাগবে কয়েকটি পাসপোর্ট সাইজ ছবি
- এছাড়া মাই জিও অ্যাপ-এ যে অফার কোড আসবে, সেটা অবশ্যই সঙ্গে রাখবেন।
- রিলায়েন্স জিও পোস্টপেইড সিম পেতে আগের মোবাইলের একটি পোস্ট-পেইড বিল জমা দিতে হবে
রিলায়েন্স জিও-র সিম নিতে গেলে এই জিনিষগুলো অবশ্যই সঙ্গে রাখবেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2016 06:03 AM (IST)
নয়াদিল্লি: ভারতীয় টেলিকম বাজারে রিলায়েন্স জিও-র আবির্ভাবের সঙ্গে সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে টেলিকম সংস্থাগুলির মধ্যে। ক্রেতা টানতে দেওয়া হচ্ছে না না ধরনের অফারও। তবে এখনও পর্যন্ত রিলায়েন্স জিও-র বিভিন্ন অফারই সবচেয়ে লাভজনক। সম্প্রতি রিলায়েন্সের সাধারণ সভায় রিলায়েন্স জিও সম্পর্কে ঘোষণা করেন মুকেশ অম্বানি। দেশের মধ্যে ফোন করলে জিও নেটওয়ার্ক ব্যবহারকারীরা সারাজীবনের জন্যে বিনামূল্যে ফোন করতে পারবেন। এছাড়া ইন্ট্রোডাকটারি অফার হিসেবে আগামী চার মাসের জন্যে শূন্য ট্যারিফে ডেটা পরিষেবা পাওয়া যাবে। এই সুবিধেগুলো উপভোগ করার জন্যে শীঘ্রই রিলায়েন্স জিও-র ফোর জি সিম নিন। এই সিম পেতে কী কী ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে আপনাদের জেনে নিন একনজরে