মেওয়াত: দুই মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল হরিয়ানার মেওয়াত। দুই মহিলার দাবি, অভিযুক্তরা জানিয়েছে, গোমাংস খাওয়ার শাস্তি স্বরূপ তাঁদের ধর্ষণ করা হয়েছে।
ওই দুই মহিলার মধ্যে একজন জানিয়েছেন, দুষ্কৃতীরা তাঁদের জিজ্ঞাসা করে তাঁরা গোমাংস খেয়েছেন কি না। তাঁরা 'না' বলা সত্ত্বেও অভিযুক্তদের থেকে রেহাই মেলেনি।
ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই।
প্রসঙ্গত, হরিয়ানায় গোহত্যা, গোমাংস বিক্রি এবং খাওয়া বেআইনি। ধরা পড়লে ১০ বছর পর্যন্ত জেল এবং ১ লাখ থেকে ৫ লাখ টাকা জরিমানা হতে পারে। কিন্তু এরইমধ্যে বারবার গোমাংস খাওয়া নিয়ে উত্তপ্ত হয়েছে হরিয়ানার পরিস্থিতি। সম্প্রতি গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে বেধড়ক পেটানো হয় এক লরি ড্রাইভারকে। মেওয়াত হাইওয়ের ওপর এক বিরিয়ানির দোকানে গোমাংস বিক্রির অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়ায়।
গোমাংস খাওয়ার 'শাস্তি' ধর্ষণ, অভিযোগ হরিয়ানার মহিলার
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2016 04:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -