অমৃতসর: নিঃসন্দেহে লজ্জার এ ঘটনা। ১৯১৯-এর ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ জেনারেল ও ডায়ারের নির্দেশে নির্বিচারে পুলিশি গুলিচালনা থেকে প্রাণে বাঁচতে কুয়োয় ঝাঁপিয়ে মৃত্যুবরণ করা মানুষজনের প্রতি শ্রদ্ধায় দর্শনার্থীরা অনেক সময় কুয়োয় খুচরো টাকা, পয়সা নোট ফেলে দিয়ে চলে যান। সেই কুয়ো ঘিরে থাকা জানালার গ্রিল ভেঙে দড়ি বেয়ে ঝুলে ১৫ ফুট নীচে নেমে প্রায় ৩ হাজার টাকার কয়েন চুরি করেছে দুষ্কৃতীরা। একজন ধরা পড়েছে বলে জানান অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব। এটা দুজন ছিঁচকে চোরের কাজ বলে মনে করেন তিনি। তিনি জানান, ওখানে সিসিটিভি ক্যামেরা নেই। নিরাপত্তার জন্য একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। গতকাল রাতে অবশ্য বাইরের কারও গতিবিধি তাঁর নজরে আসেনি, আজ সকালে দুষ্কৃতীদের ফেলে যাওয়া দড়িটি দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন সেই রক্ষী। গত বেশ কয়েক বছর হল ওই কুয়ো শুকনো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পুলিশকর্তাটি। ঘটনাটি সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া জানান নীচের কমেন্টস বক্সে