মুম্বই: ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দেওয়া, লাইনে দাঁড়িয়ে বদলানো, সে সব অনেক হ্যাপা। তাই এবার ৫০০, ১০০০-এর নোটে অনীহা চোর, ডাকাতদেরও। মহারাষ্ট্রে বাতিল নোট নিতে চাইছে না তারাও।

দুটি পৃথক ঘটনা মহারাষ্ট্রের নাসিক এবং ধুলে জেলায়। যেখানে ৫০০, হাজারের নোট নেওয়া তো দূরের কথা, হাতে পেয়ে ছুঁয়েও দেখল না চোর!

নাসিকের বাসিন্দা দিলীপ রোকদে। তিনি স্টেট ইলেকট্রিসিটি কোম্পানীর কর্মী। দুদিন আগে তার বাড়িতে চুরি হয়। আলমারিতে ছিল বেশ কিছু টাকা। ৫০০, ১০০০ টাকার নোট থাকা সত্ত্বেও চোর বেছে বেছে নিয়ে গেছে ১০, ২০, ৫০, ১০০-র নোট। এমনকী বাদ দেয়নি খুচরো কয়েনও। নিয়ে গেছে দুটো এলপিজি সিলিন্ডার। অথচ হাত দেয়নি বাতিল ৫০০, ১০০০-এর নোটে।

একই ঘটনা ঘটেছে ধুলের দেবাপুরের বাসিন্দা শ্যাম পাতিলের সঙ্গেও। তার বাড়িতেও রড ভেঙে চুরি করতে এসে শুধু ছোট অঙ্কের টাকাই নিয়ে গেছে চোর। হাত দেয়নি বড় অঙ্কের টাকায়।