মুম্বই: উরির সন্ত্রাসবাদী হামলায় জওয়ানরা নিহত হলেন, অথচ তখনই কিছু লোক পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে তর্ক-বিতর্ক করছেন। এটা দেখে বিস্মিত, হতবাক অক্ষয় কুমার। ‘রুস্তম’ ছবির অভিনেতা অক্ষয়ের বাবা ঘটনাচক্রে ছিলেন সেনা অফিসার।
সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাঁরা সন্দেহ, সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলছেন, তাঁদের একহাত নিয়েছেন অক্ষয়।
তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে মনের মধ্যে কিছু কথা জমেছিল, যেগুলি বলতে হত। কাউকে আঘাত করতে চাই না। দেখুন আপনারা...আজ সেলেব্রিটি হিসাবে আসিনি। এক সেনাকর্মীর ছেলে হয়ে আপনাদের কথাগুলি বলছি। শুনছি, পড়ছিও যে, কিছু লোক সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্ক করছেন, কেউ কেউ আবার তার প্রমাণ চাইছেন, কেউ বা শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা চাইছেন, অনেকে যুদ্ধের আশঙ্কাও করছেন। আরে শরম করো (লজ্জা হওয়া উচিত)। এইসব বিতর্ক পরেও হতে পারে। আগে তো এটা মানতে হবে, সীমান্তে কিছু মানুষ নিজেদের জীবন দিয়েছেন। ১৯ জন জওয়ান হামলায় নিহত হয়েছেন। ২৪ বছর বয়সি জওয়ান নিতিন যাদব বারামুল্লায় মারা গিয়েছেন।
পাক শিল্পীদের নিষিদ্ধ করার দাবিকে তুচ্ছ আখ্যা দিয়েছেন তিনি। অক্ষয়ের মত, যাঁরা সীমান্তে প্রিয়জনদের হারালেন, এসব বিতর্কের কোনও মূল্য নেই তাঁদের কাছে। তিনি বলেছেন, একটা ছবি রিলিজ হবে কি না, শিল্পীদের নিষিদ্ধ করা হবে কিনা, তা নিয়ে কি মাথা ঘামান আমাদের হাজার হাজার জওয়ানের পরিবারের লোকজন? তাঁরা বরং চিন্তিত নিজেদের ভবিষ্যত নিয়ে। ওঁদের বর্তমান, আগামী দিনগুলি নিরাপদ হবে, এটা নিশ্চিত করাই আমাদের ভাবনা হওয়া উচিত। ওঁদের জন্য আমি, আপনারাও হেসেখেলে রয়েছি। ওঁরা না থাকলে, ভারতেরও অস্তিত্ব থাকবে না। জয় হিন্দ!
উরি হামলায় মরলেন জওয়ানরা, অথচ বিতর্ক হচ্ছে পাক শিল্পীদের নিষিদ্ধ করা নিয়ে! ক্ষুব্ধ অক্ষয়
web desk, ABP Ananda
Updated at:
06 Oct 2016 09:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -