নয়াদিল্লি: দেশের ৩০টি স্মার্ট সিটির নয়া তালিকা প্রকাশিত হল। এই তালিকার শীর্ষে কেরলের তিরুঅনন্তপুরম। এছাড়াও এই তালিকায় উপরের দিকে আছে ছত্তিসগঢ়ের নয়া রায়পুর, গুজরাতের রাজকোট, অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী ও বিহারের রাজধানী পটনা।


কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেছেন, ৪০টি শহরকে স্মার্ট সিটির তালিকায় রাখার পরিকল্পনা ছিল। তার জন্য ৪৫টি শহর নাম নথিভুক্ত করে। কিন্তু ৩০টি শহরকে বেছে নেওয়া হয়েছে। আরও ১০টি শহরকে স্মার্ট সিটির তালিকায় যুক্ত করা হবে। তার জন্য লড়াই করবে ২০টি শহর। তার মধ্যে রয়েছে বাংলার তিনটি শহর বিধাননগর, হলদিয়া ও দুর্গাপুর।

স্মার্ট সিটির তালিকায় থাকা শহরগুলির উন্নয়নের জন্য ৫৭,৩৯৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ ধরা হয়েছে ৪৬,৮৭৯ কোটি টাকা। প্রযুক্তিগত সমাধানের জন্য ১০,৫১৪ কোটি টাকা খরচ ধরা হয়েছে। দেশে মোট ৯০টি শহরকে স্মার্ট সিটির তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এই শহরগুলির উন্নয়নের জন্য মোট খরচ ধরা হয়েছে ১,৯১,১৫৫ কোটি টাকা।