নয়াদিল্লি: এক পুলিশ কনস্টেবলের সাহসিকতার সাক্ষী থাকল দক্ষিণ দিল্লি। মেহরৌলি-বদরপুর রোডে পুল প্রহ্লাদপুর আন্ডারপাসে একটি স্কুলবাসের মধ্যে আটকে পড়েছিল ১৬ জন শিশু। জলে ডোবা রাস্তায় তারা বাস থেকে বেরোতে পারছিল না। জলে ঝাঁপিয়ে পড়ে এক এক করে তাদের কাঁধে তুলে নিরাপদ জায়গায় নিয়ে আসেন মুরারী লাল নামে ওই পুলিশকর্মী।
দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (পিসিআর) আর কে বনসল জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে পুল প্রহ্লাদপুর আন্ডারপাস কয়েক ফুট জলের তলায় চলে গিয়েছিল। সেখানেই স্কুলবাসটি খারাপ হয়ে যায়। ধীরে ধীরে বাসের মধ্যে জল ঢুকতে শুরু করে। বাসটিতে ৭০ জন শিশু এবং দু জন শিক্ষিকা ছিলেন। তাঁরা সাহায্য চেয়ে পুলিশে ফোন করেন। ১৬ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যান অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চোখে লাল এবং হেড কনস্টেবল মুরারী লাল। তাঁরা সহকর্মীদের সাহায্য নিয়ে জলে ঝাঁপ দেন। এরপর একে একে সবাইকে উদ্ধার করেন। চোখে লাল সাঁতার জানেন না। তাই তিনি জলের মধ্যে দাঁড়িয়েছিলেন। মুরারী লালই সাঁতার কেটে বাসে আটকে থাকা শিশুদের উদ্ধার করেন।
এতজন শিশুর প্রাণ রক্ষা করার জন্য মুরারী লাল ও চোখে লালকে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে।
মুরারী লালের মতো পুলিশকর্মীদের দেখে পুলিশের প্রতি সাধারণ মানুষের ধারণা বদলে যেতে পারে। এই ধরনের কর্মীদের দেখে বোঝা যায়, সব পুলিশ একরকম নন। তাঁরাও সাধারণ মানুষের পাশে থাকেন।
জলে ডোবা রাস্তায় সাঁতরে ১৬ শিশুকে রক্ষা পুলিশ কনস্টেবলের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2016 09:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -