নয়াদিল্লি: গতকাল গুজরাতে রাহুল গাঁধীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার একজন। কংগ্রেস সহ সভাপতির গাড়িতে পাথর ছোঁড়ায় গ্রেফতার হওয়া ব্যক্তি বিজেপির যুব শাখার পদাধিকারী বলে দাবি কংগ্রেস নেতাদের।
গতকাল বিজেপি শাসিত গুজরাতের বনসকন্ঠায় আক্রান্ত হন রাহুল। সেখানকার পুলিশ সুপার নিরজ বাদগুজর বলেছেন, জয়েশ দারজি ওরফে অনিল রাঠোরকে রাহুল গাঁধীর গাড়িতে পাথর ছোঁড়ার জন্য গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলাকালে কংগ্রেস নেতারা তাঁর নাম দেন।

স্থানীয় কংগ্রেস নেতা পৃথ্বীরাজ কাঠওয়াড়িয়ার দাবি, জয়েশ দারজি বনসকন্ঠায় বিজেপির জেলা যুব মোর্চার সম্পাদক। রাহুল গাঁধীর গাড়িতে পাথর ছুঁড়ে মারে সে-ই। আমরা আরও তিনজনের নাম জানিয়েছি দারজির পাশাপাশি পাথর মারার প্ল্যান ওদেরই।

এদিকে গতকালের হামলায় বিজেপি-আরএসএসের লোকজন ছিল বলে আজ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে এসে দাবি করেন রাহুল। বলেন, আমাকে লক্ষ্য করে বিজেপির এক কর্মী একটা বড় পাথর ছোঁড়ে। ওটা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর গায়ে লাগে। মোদী, বিজেপি এবং আরএসএস তো এ ধরনের রাজনীতিই করছে। কী আর বলা যাবে।

রাহুল অবশ্য তাঁর ওপর হামলা হওয়ায় রাজ্যে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভ, অসন্তোষকে সম্মান দিচ্ছেন বলে জানান। বলেন, পাথর ছোঁড়ার ঘটনায় এফআইআর দায়ের না হওয়ায় ওদের রাগ হওয়া স্বাভাবিক।



তবে একইসঙ্গে ট্যুইট করে তাঁদের বন্যাপীড়িত মানুষের ত্রাণসাহায্য দেওয়ার দিকে নজর দেওয়ার নির্দেশ দেন।



গতকাল বিকেলে বনসকন্ঠায় বিক্ষোভের মুখে পড়েন রাহুল। তাঁকে কালো পতাকা দেখানো হয়। লালচক থেকে হেলিপ্যাডে ফেরার পথে একটি বড় পাথরের চাঁই উড়ে এসে পড়ে তাঁর গাড়িতে। রাহুল তখনই গাড়ি থামান। যাঁরা মোদীর নামে স্লোগান দিচ্ছিলেন, গাড়ি থেকে নেমে তাঁদের দিকে এগিয়ে যান। রাহুলকে আসতে দেখেই তাঁরা পালিয়ে যান।

রাহুল বলেন, ‘এরা ভীতু লোক। দম নেই বলেই পালিয়ে গেল। কালো পতাকা, মোদীর স্লোগান আর গাড়িতে পাথর মারলেও আমরা পিছু হটব না। যাঁরা সত্যকে চেনেন, তাঁদের ভয় পাওয়ার কারণ নেই।’




কংগ্রেসের প্রবীণ নেতা তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেছেন, এটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র।

রাহুলের ওপর হামলার নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও।

এদিকে রাহুল গাঁধীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে দিল্লি থেকে গুজরাত- বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা। গুজরাতের আমরেলি, মেহসানা, পাটন ও রাজকোটে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন।