মুম্বই: সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যা নিয়ে এবার সরব হলেন বলিউডের অন্যতম সেরা সঙ্গীত পরিচালক এ আর রহমান। তিনি সাংবাদিক হত্যার তীব্র নিন্দা করে বলেছেন, ‘এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আশা করি ভারতে এই ধরনের ঘটনা ঘটবে না। যদি ভারতে এই ধরনের ঘটনা দেখা যায়, তাহলে সেটা আমার ভারত নয়। আমার ভারতকে উন্নত ও ক্ষমাশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই।’

মঙ্গলবার বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে খুন হন গৌরী। তাঁর হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে প্রতিবাদ চলছে। এই প্রতিবাদে নয়া মাত্রা যোগ করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক রহমান।