রাজনীতির দুনিয়ায় পা রাখার কোনও বাসনা, পরিকল্পনাই নেই, সাক্ষাত্কারে বলেছেন ৪২ বছরের অভিনেত্রী। মা, স্ত্রী, মেয়ে এবং সর্বোপরি একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালনেই বচ্চন পরিবারের বউ খুশি, সন্তুষ্ট বলে জানিয়েছেন।
সম্প্রতি একটি ঘটনা নিজের চোখে দেখেছেন তিনি। ঘটনাটি হল, এক পুলিশকর্মী এক বাচ্চা কোলে মহিলাকে মারছে, এই দৃশ্য দেখে চুপ থাকতে পারেননি ভাজ্জি। সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন ঘটনাটি। ট্যুইট করে। এজন্য ট্যুইটারে তাঁকে ট্রোল করছেন অনেকে।
সামনেই রিলিজ হওয়ার কথা তাঁর নতুন ছবি ‘সর্বজিত’-এর। ছবিতে পাকিস্তানের জেলে নিহত ভারতীয় বন্দি সর্বজিত সিংহের বোনের ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্যকে। বাস্তবে সর্বজিতের ক্ষেত্রে মিডিয়া বিরাট ভূমিকা নিয়েছিল, আমজনতার কণ্ঠস্বর হয়ে উঠেছিল, বলেছেন তিনি। ঐশ্বর্যর অভিমত, তখনই দুনিয়া দেখেছিল, মিডিয়ার কী বিরাট শক্তি, ক্ষমতা।