কয়েকদিন আগে গুজরাতের পটান জেলায় একটি সরকারি স্কুলে গিয়ে বাচ্চাদের ইংরাজি পড়াচ্ছিলেন। ব্ল্যাকবোর্ডে ‘হাতি’ লিখতে গিয়ে তিনি লেখেন ELEPHENT. সেটাই বাচ্চাদের শিখতে বলেন।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে গুজরাতের মন্ত্রীর এই কীর্তি ভাইরাল হয়ে গিয়েছে। সারা দেশে হাসির খোরাক হয়ে গিয়েছেন এই এমবিএ মন্ত্রী।