ভোপাল: বিবাহ বিচ্ছেদের আবেদন করে আদালত থেকে বিচ্ছেদ পেয়েছেন স্ত্রী। আদালত প্রতি মাসে তাঁকে ২,২০০ টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু ওই মহিলার প্রাক্তন স্বামীর সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই। সেই কারণে তিনি কিডনি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন। এমনই মর্মান্তিক ঘটনা দেখা গিয়েছে মধ্যপ্রদেশের বিদিশায়।
প্রকাশ আহিরওয়ার নামে ওই ব্যক্তি কলের মিস্ত্রি। তিনি শহরজুড়ে কিডনি বিক্রি করতে চেয়ে পোস্টার দিয়েছেন। তাঁর দাবি, এছাড়া আদালতের নির্দেশ মানার অন্য কোনও উপায় নেই।
স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ বলেছেন, ‘২০০২ সালে আমাদের বিয়ে হয়। সেই সময় ও অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছিল। আমি সামান্য রোজগার সত্ত্বেও ওর জন্য টাকা খরচ করতে দ্বিধা করিনি। বিয়ের পরে ও বিএ, কম্পিউটার শিক্ষায় পিজি ডিপ্লোমা, বিএড করে। এরপর ও একটি বেসরকারি সংস্থায় চাকরি পায়। এরপর ২০১৫ সালে হঠাৎই আমাকে ছেড়ে চলে যায় এবং আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করে। ওকে টাকা দিতে হলে আমার কিডনি বিক্রি করতেই হবে।’
প্রকাশ আরও বলেছেন, তিনি এখনও স্ত্রীকে ভালবাসেন। বিচ্ছেদের কারণ হিসেবে তাঁর স্ত্রী চরম আর্থিক দারিদ্র্যের কথা উল্লেখ করেছিলেন। কিন্তু তিনি পৈত্রিক জমি বিক্রি করে স্ত্রীর নামে একটি দোতলা বাড়ি তৈরি করেন। সেই বাড়িটি এখন তাঁর স্ত্রীর নামে। ফলে তাঁর থাকার জায়গা নেই।
প্রকাশের স্ত্রী অবশ্য দাবি করেছেন, তাঁকে খোরপোশ দিতে চান না বলেই নানারকম বাহানা করছেন প্রাক্তন স্বামী।
স্ত্রীকে খোরপোশ দিতে কিডনি বিক্রির বিজ্ঞাপন মধ্যপ্রদেশের এক ব্যক্তির!
Web Desk, ABP Ananda
Updated at:
09 Sep 2017 06:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -