আপনাকে কাঁপিয়ে দেবে এই ‘সাবধান ইন্ডিয়া’ ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2016 02:17 AM (IST)
নয়াদিল্লি: সাবধান হোন। চান্স ফ্যাক্টরের হাতে কিছু ছাড়বেন না। লাইফ ওকে চ্যানেলের ‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানের নতুন মিউজিক ভিডিও এ কথাই বলছে। অভিনেতা সুশান্ত সিংহের পরিবেশনায় এই অনুষ্ঠান দেশের অপরাধমূলক ঘটনার কথা বলে। ভিডিওটি বলছে, আচমকা এসে পড়া অজানা বিপদের থেকে সব সময় সাবধান থাকতে হবে। ভয় বিশেষ করে মহিলা, শিশু ও নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধাদের। অতএব, অন্যের ভরসা করবেন না। নিজেই সাবধান হোন। দেখুন, সেই ভিডিওটি.... সৌজন্যে: হটস্টার, সাবধান ইন্ডিয়া, লাইফ ওকে, ইউটিউব)