এর মধ্যে জানা যাচ্ছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর তিনটি দৃশ্যে সেন্সরের কাঁচির কোপ পড়েছে। এগুলিতে নাকি ঐশ্বর্যা-রণবীরের উষ্ণ দৃশ্য ছিল। এর মধ্যে সামনে এসেছে তাঁদের নতুন এই ফটোশ্যুট। এখন বচ্চন পরিবার তাদের ঘরের বৌয়ের এই ছবিতে কীরকম রিঅ্যাক্ট করে, সেটাই দেখার। রণবীর কপূরের কোলে ঐশ্বর্যা! ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই ছবি
ABP Ananda, Web Desk | 14 Oct 2016 11:41 AM (IST)
মুম্বই: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজারেই কাত রণবীর কপূর-ঐশ্বর্যা রাইয়ের ভক্তমণ্ডলী। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি স্ক্রিনে পরিষ্কার, প্রায় অর্ধেক বয়সি রণবীরের পাশে অ্যাশকে বেমানান মনে হচ্ছে না মোটেই। আর এবার এই দুই তারকার আর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। সম্ভবত কোনও ম্যাগাজিনের ফটোশ্যুটের এই ছবিতে ঐশ্বর্যাকে দেখা যাচ্ছে, রণবীরের কোলে হেলান দিয়ে!